আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৯৪
আন্তর্জাতিক নং: ৩৮৯৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : নবী (ﷺ) -এর সহধর্মিণীগণের ফযীলত
৩৮৯৪। ইসহাক ইবন মনসুর ও আব্দ ইব্ন হুমায়দ (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ সাফিয়্যা (রাযিঃ)-এর কাছে এ খবর পৌঁছল যে, হাফসা (রাযিঃ) তাঁকে ইয়াহুদীর মেয়ে বলেছেন। এতে তিনি কাঁদতে লাগলেন। নবী তাঁর কাছে এলেন, তখনও তিনি কাঁদছিলেন। তিনি তাঁকে জিজ্ঞাসা করলেন : তুমি কাঁদছ কেন?
সাফিয়্যা (রাযিঃ) বললেন : আমাকে হাফসা ইয়াহুদীর মেয়ে বলেছে । নবী (ﷺ) বললেন : তুমি তো নবী কন্যা। তোমার চাচা নবী । আর তুমি নবীর স্ত্রী। সে কিভাবে তোমার উপর গর্ব করতে পারবে?
এরপর নবী (ﷺ) হাফসা (রাযিঃ)-কে লক্ষ্য করে বললেন : হে হাফসা! তুমি আল্লাহকে ভয় কর। হাদীসটি হাসান-সাহীহ এ সত্রে গারীব।
সাফিয়্যা (রাযিঃ) বললেন : আমাকে হাফসা ইয়াহুদীর মেয়ে বলেছে । নবী (ﷺ) বললেন : তুমি তো নবী কন্যা। তোমার চাচা নবী । আর তুমি নবীর স্ত্রী। সে কিভাবে তোমার উপর গর্ব করতে পারবে?
এরপর নবী (ﷺ) হাফসা (রাযিঃ)-কে লক্ষ্য করে বললেন : হে হাফসা! তুমি আল্লাহকে ভয় কর। হাদীসটি হাসান-সাহীহ এ সত্রে গারীব।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في فضل أزواج النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَا: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: بَلَغَ صَفِيَّةَ أَنَّ حَفْصَةَ، قَالَتْ: بِنْتُ يَهُودِيٍّ، فَبَكَتْ، فَدَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهِيَ تَبْكِي، فَقَالَ: «مَا يُبْكِيكِ»؟ فَقَالَتْ: قَالَتْ لِي حَفْصَةُ: إِنِّي بِنْتُ يَهُودِيٍّ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَإِنَّكِ لَابْنَةُ نَبِيٍّ، وَإِنَّ عَمَّكِ لَنَبِيٌّ، وَإِنَّكِ لَتَحْتَ نَبِيٍّ، فَفِيمَ تَفْخَرُ عَلَيْكِ؟» ثُمَّ قَالَ: «اتَّقِي اللَّهَ يَا حَفْصَةُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ