আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৭১
আন্তর্জাতিক নং: ৩৮৭১
পরিচ্ছেদঃ ফাতিমা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৭১। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... উম্মু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একদিন হাসান, হুসায়ন, আলী ও ফাতিমা (রাযিঃ)-কে একটি চাদরে আবৃত করে বললেন : হে আল্লাহ্! এরা আমার আলে বায়ত এবং আমার আপনজন। তাদের থেকে আপনি অপবিত্রতা সরিয়ে রাখুন এবং তাদের পরিপূর্ণভাবে পাক রাখুন।

উম্ম সালামা (রাযিঃ) তখন বললেন : ইয়া রাসূলাল্লাহ্! আমিও তো এদের সঙ্গেই আছি। তিনি বললেন : তুমি তো কল্যাণে প্রতিষ্ঠিত

হাদীসটি হাসান-সাহীহ। এ বিষয়ে যতগুলো রিওয়ায়াত আছে, সেগুলোর মাঝে এটিই সর্বোত্তম । এ বিষয়ে উমার ইবন আবু সালামা, আনাস ইবন মালিক, আবুল হামরা মাকিল ইবন ইয়াসার ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
باب ما جاء في فضل فاطمة رضي الله عنها
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زُبَيْدٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَلَّلَ عَلَى الحَسَنِ وَالحُسَيْنِ وَعَلِيٍّ وَفَاطِمَةَ كِسَاءً، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي وَخَاصَّتِي، أَذْهِبْ عَنْهُمُ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا»، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: وَأَنَا مَعَهُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «إِنَّكِ إِلَى خَيْرٍ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ أَحْسَنُ شَيْءٍ رُوِيَ فِي هَذَا البَابِ وَفِي البَابِ عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، وَأَنَسِ بْنِ مَالِكٍ، وَأَبِي الحَمْرَاءِ
জামে' তিরমিযী - হাদীস নং ৩৮৭১ | মুসলিম বাংলা