আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৬৯
আন্তর্জাতিক নং: ৩৮৬৯
পরিচ্ছেদঃ ফাতিমা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৬৯। আহমদ ইবন মানী' (রাহঃ)... আব্দুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ) থেকে বর্ণিত যে, আলী (রাযিঃ) আবু জাহল কন্যাকে বিবাহের আলোচনা করেছিলেন। এ খবর নবী (ﷺ) -এর কাছে পৌঁছালে তিনি বললেন : ফাতিমা আমার অংশ। তাকে যা ব্যথা দেয় আমাকেও তা বাধা দেয়; তাকে যা কষ্ট দেয় আমাকেও তা কষ্ট দেয়।

হাদীসটি হাসান-সাহীহ।

আয়্যুব (রাহঃ) এটিকে ইবন আবু মুলায়কা ইবনু যুবায়র (রাযিঃ) সূত্রে এরূপই বর্ণনা করেছেন, একাধিক রাবী ইবন আবু মুলায়কা -মিসওয়ার ইবন মাখরামা (রাযিঃ) সূত্রের উল্লেখ করেছেন। সম্ভবতঃ ইবন আবু মুলায়কা (রাহঃ) উভয়ের (ইবনুয-যুবায়র ও মিসওয়ার ইবন মাখরামা) বরাতেই হাদীসটি বর্ণনা করেছেন।
باب ما جاء في فضل فاطمة رضي الله عنها
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قال: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ عَلِيًّا، ذَكَرَ بِنْتَ أَبِي جَهْلٍ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّمَا فَاطِمَةُ بِضْعَةٌ مِنِّي يُؤْذِينِي مَا آذَاهَا وَيُنْصِبُنِي مَا أَنْصَبَهَا»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ هَكَذَا قَالَ أَيُّوبُ: عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ ابْنِ الزُّبَيْرِ، وَقَالَ غَيْرُ وَاحِدٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ المِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ ابْنُ أَبِي مُلَيْكَةَ، رَوَى عَنْهُمَا جَمِيعًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৮৬৯ | মুসলিম বাংলা