আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৬৬
আন্তর্জাতিক নং: ৩৮৬৬
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬৬। আবু বকর ইব্ন নাফি (রাহঃ)... ইবন উমার থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যখন তোমরা কোন ব্যক্তিকে আমার সাহাবীদের গালমন্দ করতে দেখবে, তখন তোমরা বলবে : لَعْنَةُ اللَّهِ عَلَى شَرِّكُمْ — তোমাদের মধ্যে যে জন মন্দ, তার উপর আল্লাহর লা'নত।
হাদীসটি মুনকার। উবায়দুল্লাহ ইবন উমার (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
হাদীসটি মুনকার। উবায়দুল্লাহ ইবন উমার (রাহঃ)-এর রিওয়ায়াত হিসাবে এ সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না।
باب فيمن سب أصحاب النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ نَافِعٍ قال: حَدَّثَنَا النَّضْرُ بْنُ حَمَّادٍ قال: حَدَّثَنَا سَيْفُ بْنُ عُمَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا رَأَيْتُمُ الَّذِينَ يَسُبُّونَ أَصْحَابِي فَقُولُوا: لَعْنَةُ اللَّهِ عَلَى شَرِّكُمْ ". هَذَا حَدِيثٌ مُنْكَرٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ
