আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৫৮
আন্তর্জাতিক নং: ৩৮৫৮
পরিচ্ছেদঃ নবী (ﷺ) কে যাঁরা দেখেছেন বা তাঁর সাহাবীগণকে যাঁরা দেখেছেন তাঁদের ফযীলত
৩৮৫৮। ইয়াহ্ইয়া ইবন হাবীব ইব্ন আরাবী বসরী (রাহঃ)... জাবির ইবন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমি নবী (ﷺ) -কে বলতে শুনেছি, যে মুসলিম ব্যক্তি আমাকে দেখেছে বা আমাকে যারা দেখেছে তাদের যে দেখেছে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
বর্ণনাকারী তালহা (রাহঃ) বলেন : আমি (নবীজীর সাহাবী) জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ)-কে দেখেছি। মুসা (রাহঃ) বলেন : আমি তালহা (রাহঃ)-কে দেখেছি। ইয়াহ্ইয়া (রাহঃ) বলেন : আমাকে মুসা (রাহঃ) বলেছেন : তুমি তো আমাকে দেখেছ । সুতরাং আমরা সবাই আল্লাহর (অনুগ্রহের) আশা করি ৷
হাদীসটি হাসান-গারীব। মুসা ইবন ইবরাহীম (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না ।
আলী ইব্ন মাদীনী প্রমুখ (রাহঃ) হাদীসবিদও মুসা (রাহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন ।
বর্ণনাকারী তালহা (রাহঃ) বলেন : আমি (নবীজীর সাহাবী) জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ)-কে দেখেছি। মুসা (রাহঃ) বলেন : আমি তালহা (রাহঃ)-কে দেখেছি। ইয়াহ্ইয়া (রাহঃ) বলেন : আমাকে মুসা (রাহঃ) বলেছেন : তুমি তো আমাকে দেখেছ । সুতরাং আমরা সবাই আল্লাহর (অনুগ্রহের) আশা করি ৷
হাদীসটি হাসান-গারীব। মুসা ইবন ইবরাহীম (রাহঃ)-এর রিওয়ায়াত ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানি না ।
আলী ইব্ন মাদীনী প্রমুখ (রাহঃ) হাদীসবিদও মুসা (রাহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন ।
بَابُ مَا جَاءَ فِي فَضْلِ مَنْ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصَحِبَهُ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ الْبَصْرِيُّ قال: حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ الأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، يَقُولُ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَمَسُّ النَّارُ مُسْلِمًا رَآنِي أَوْ رَأَى مَنْ رَآنِي» قَالَ طَلْحَةُ: فَقَدْ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ وقَالَ مُوسَى: وَقَدْ رَأَيْتُ طَلْحَةَ قَالَ يَحْيَى: وَقَالَ لِيّ مُوسَى: وَقَدْ رَأَيْتُنِي وَنَحْنُ نَرْجُو اللَّهَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ الأَنْصَارِيِّ» وَرَوَى عَلِيُّ بْنُ المَدِينِيِّ، وَغَيْرُ وَاحِدٍ مِنْ أَهْلِ الحَدِيثِ عَنْ مُوسَى، هَذَا الحَدِيثَ
