আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৪৩
আন্তর্জাতিক নং: ৩৮৪৩
পরিচ্ছেদ : মু'আবিয়া ইব্ন আবু সুফয়ান (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৪৩। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)... আবু ইদরীস খাওলানী (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) যখন হিমস-এর দায়িত্ব থেকে উমায়র ইবন সা'দ (রাযিঃ)-কে অপসারিত করেন তখন তিনি মুআবিয়া (রাযিঃ)-কে সেখানকার প্রশাসক নিয়োগ করেন। লোকেরা বলাবলি করতে লাগল : উমায়রকে অপসারিত করা হল আর মুআবিয়াকে ওয়ালী বানান হয়। উমায়র (রাযিঃ) তখন বললেন : তোমরা ভাল ছাড়া মু'আবিয়ার অন্য কোন ধরনের আলোচনা করবে না। কারণ, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনছি ঃ হে আল্লাহ্! তুমি এর (মু'আবিয়ার) মাধ্যমে মানুষকে হেদায়াত করো। হাদীসটি গারীব। রাবী বলেনঃ আমর ইবন ওয়াকিদ বর্ণনায় দুর্বল।
باب مناقب معاوية بن أبي سفيان رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ النُّفَيْلِيُّ قال: حَدَّثَنَا عَمْرُو بْنُ وَاقِدٍ، عَنْ يُونُسَ بْنِ حَلْبَسٍ، عَنْ أَبِي إِدْرِيسَ الخَوْلَانِيِّ، قَالَ: لَمَّا عَزَلَ عُمَرُ بْنُ الخَطَّابِ عُمَيْرَ بْنَ سَعْدٍ عَنْ حِمْصَ وَلَّى مُعَاوِيَةَ، فَقَالَ النَّاسُ: عَزَلَ عُمَيْرًا وَوَلَّى مُعَاوِيَةَ، فَقَالَ عُمَيْرٌ: لَا تَذْكُرُوا مُعَاوِيَةَ إِلَّا بِخَيْرٍ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اهْدِ بِهِ» هَذَا حَدِيثٌ غَرِيبٌ. وَعَمْرُو بْنُ وَاقِدٍ يُضَعَّفُ


বর্ণনাকারী: