আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৪০
আন্তর্জাতিক নং: ৩৮৪০
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৪০। আহমাদ ইবন সাঈদ মুরাবিতী (রাহঃ).....আব্দুল্লাহ ইবন রাফি (রাহঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি আবু হুরায়রা (রাযিঃ)-কে বলেছিলাম আপনার আবু হুরায়রা কুনিয়াত হল কিভাবে? তিনি বললেন : তুমি আমাকে ভয় পাও না?

আমি বললাম : অবশ্য, আল্লাহর কসম, আপনাকে আমি ভয় করি।

তিনি বললেন : আমি আমার পরিবারের বকরী চরাতাম। আমার একটা ছোট্ট বাচ্চা বিড়াল (হিররা) ছিল। রাতে এটিকে কোন গাছে রেখে দিতাম। দিনে সেটি আমার সাথে নিয়ে যেতাম। এটিকে নিয়ে আমি খেলা করতাম। এতে তারা আবু হুরায়রা (বিড়াল ছানার বাপ) বলে আমার কুনিয়াত দেয়। হাদীসটি হাসান-গারীব
باب مناقب أبي هريرة رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ المُرَابِطِيُّ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا أُسَامَةُ بْنُ زَيْدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، قَالَ: قُلْتُ لِأَبِي هُرَيْرَةَ، لِمَ كُنِّيتَ أَبَا هُرَيْرَةَ؟ قَالَ أَمَا تَفْرَقُ مِنِّي؟ قُلْتُ: بَلَى وَاللَّهِ إِنِّي لَأَهَابُكَ. قَالَ: «كُنْتُ أَرْعَى غَنَمَ أَهْلِي، فَكَانَتْ لِي هُرَيْرَةٌ صَغِيرَةٌ فَكُنْتُ أَضَعُهَا بِاللَّيْلِ فِي شَجَرَةٍ، فَإِذَا كَانَ النَّهَارُ ذَهَبْتُ بِهَا مَعِي فَلَعِبْتُ بِهَا فَكَنَّوْنِي أَبَا هُرَيْرَةَ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান