আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৩৬
আন্তর্জাতিক নং: ৩৮৩৬
পরিচ্ছেদ : আবু হুরায়রা (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩৬। আহমদ ইবনে মানী (রাহঃ)... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, একদিন তিনি আবু হুরায়রা (রাযিঃ) কে লক্ষ্য করে বলেছিলেনঃ হে আবু হুরায়রা! আপনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে আমাদের তুলনায় বেশী থাকতেন এবং তাঁর হাদীছের ক্ষেত্রেও আপনি আমাদের তুলনায় অধিক সংরক্ষণকারী।
باب مناقب أبي هريرة رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ قَالَ: أَخْبَرَنَا يَعْلَى بْنُ عَطَاءٍ، عَنْ الوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: لِأَبِي هُرَيْرَةَ: «يَا أَبَا هُرَيْرَةَ أَنْتَ كُنْتَ أَلْزَمَنَا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَحْفَظَنَا لِحَدِيثِهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ»
