আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৩৩
আন্তর্জাতিক নং: ৩৮৩৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮৩৩। মাহমুদ ইবন গায়লান (রাহঃ)... আবু খালদা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবুল আলিয়া (রাহঃ)-কে বললামঃ আনাস (রাযিঃ) কি নবী (ﷺ) থেকে কিছু শুনেছেন?

তিনি বললেনঃ তিনি দশ বছর নবীজী (ﷺ) খেদমত করেছেন আর নবী (ﷺ) তাঁর জন্য দু'আ করেছেন। ফলে আনাস (রাযিঃ)-এর একটি বাগান ছিল। বছরে সেটাতে দু'বার ফল ধরত। এতে একটি রায়হান পুষ্প বৃক্ষ ছিল। এটি থেকে মিশকে আম্বরের গন্ধ পাওয়া যেত।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، عَنْ أَبِي خَلْدَةَ، قَالَ: قُلْتُ لِأَبِي العَالِيَةِ، سَمِعَ أَنَسٌ، مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «خَدَمَهُ عَشْرَ سِنِينَ وَدَعَا لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ لَهُ بُسْتَانٌ يَحْمِلُ فِي السَّنَةِ الفَاكِهَةَ مَرَّتَيْنِ، وَكَانَ فِيهَا رَيْحَانٌ يَجِدُ مِنْهُ رِيحَ الْمِسْكِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ " وَأَبُو خَلْدَةَ اسْمُهُ خَالِدُ بْنُ دِينَارٍ وَهُوَ ثِقَةٌ عِنْدَ أَهْلِ الحَدِيثِ وَقَدْ أَدْرَكَ أَنَسَ بْنَ مَالِكٍ وَرَوَى عَنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান