আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮২৮
আন্তর্জাতিক নং: ৩৮২৮
পরিচ্ছেদঃ আনাস ইবন মালিক (রাযিঃ)-এর গুণাবলী
৩৮২৮। মাহমুদ ইবন গায়লান (রাহঃ) আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) অনেক সময় আমাকে বলতেন: ইয়া যাল উযনায়ন (হে দ্বিকর্ণ বিশিষ্ট)। আবু উসামা (রাহঃ) বলেন নবী (ﷺ) কৌতুক করে তা বলতেন।
باب مناقب أنس بن مالك رضي الله عنه
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ شَرِيكٍ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ أَنَسٍ، قَالَ: رُبَّمَا قَالَ لِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا ذَا الأُذُنَيْنِ». قَالَ أَبُو أُسَامَةَ: يَعْنِي يُمَازِحُهُ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ»
