আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮২৫
আন্তর্জাতিক নং: ৩৮২৫
পরিচ্ছেদ: আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ)-এর গুণাবলী
৩৮২৫। আহমাদ ইবন মানী' (রাহঃ)... ইবন উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম আমার হাতে যেন একখণ্ড রেশমী কাপড়। জান্নাতের যে স্থানেই আমি ইশারা করছিলাম সেখানেই সেটি আমাকে নিয়ে উড়ে যাচ্ছিল।
আমি স্বপ্লটি (আমার বোন) হাফসাকে বললাম। তিনি সেটি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বিবৃত করলেন। নবীজী (ﷺ) বললেন : তোমার ভাই (কিংবা বললেন) আব্দুল্লাহ একজন সৎলোক।
আমি স্বপ্লটি (আমার বোন) হাফসাকে বললাম। তিনি সেটি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে বিবৃত করলেন। নবীজী (ﷺ) বললেন : তোমার ভাই (কিংবা বললেন) আব্দুল্লাহ একজন সৎলোক।
بَابُ مَنَاقِبِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: رَأَيْتُ فِي المَنَامِ كَأَنَّمَا بِيَدِي قِطْعَةُ إِسْتَبْرَقٍ وَلَا أُشِيرُ بِهَا إِلَى مَوْضِعٍ مِنَ الجَنَّةِ إِلَّا طَارَتْ بِي إِلَيْهِ فَقَصَصْتُهَا عَلَى حَفْصَةَ، فَقَصَّتْهَا حَفْصَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: " إِنَّ أَخَاكِ رَجُلٌ صَالِحٌ، أَوْ: إِنَّ عَبْدَ اللَّهِ رَجُلٌ صَالِحٌ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
