আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮১১
আন্তর্জাতিক নং: ৩৮১১
পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮১১। জাররাহ ইবন মাথলাদ বসরী (রাহঃ)... খায়ছামা ইবন আবু সাবরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি মদীনায় আসলাম। আল্লাহর কাছে দু'আ করলাম তিনি যেন আমাকে একজন নেক লোকের মজলিসে বসা সহজ করে দেন। এরপর তিনি আমাকে আবু হুরায়রা (রাযিঃ)-এর মজলিসে বসার তাওফীক দিলেন। আমি তাঁর মজলিসে বসে তাঁকে বললাম আমি আল্লাহর কাছে দু'আ করেছিলাম তিনি যেন আমাকে একজন নেক লোকের মজলিসে বসার তাওফীক দেন। ফলে আপনার এ মজলিসে বসার তাওফীক আমি পেয়েছি।
তিনি বললেন: তুমি কোথা থেকে এসেছ?
আমি বললাম : কূফা থেকে, ইলম ও হিকমত সম্বলিত কল্যাণ তালাশ করতে আমি এসেছি। তিনি বললেন : তোমাদের এখানে কি সা'দ ইবন মালিক নেই? যাঁর দু'আ আল্লাহর কাছে মকবুল। রাসূলুল্লাহ (ﷺ) -এর উযূর পানি ও না'লাইন বহনকারী ইবন মাসউদ নেই? রাসূলুল্লাহ (ﷺ) এর রহস্য জ্ঞানের বাহক হুযায়ফা নেই? যে ব্যক্তিকে আল্লাহ তা'আলা তাঁর নবী (ﷺ)র যথানে শয়তান থেকে স্বীয় আশ্রয় প্রদান করেছেন, সেই আম্মার কি নেই? দুই কিতাবের অধিকারী সালমান নেই?
বর্ণনাকারী কাতাদা (রাহঃ) বলেনঃ দুই কিতাব অর্থ হল ইনজীল এবং কুরআন।
তিনি বললেন: তুমি কোথা থেকে এসেছ?
আমি বললাম : কূফা থেকে, ইলম ও হিকমত সম্বলিত কল্যাণ তালাশ করতে আমি এসেছি। তিনি বললেন : তোমাদের এখানে কি সা'দ ইবন মালিক নেই? যাঁর দু'আ আল্লাহর কাছে মকবুল। রাসূলুল্লাহ (ﷺ) -এর উযূর পানি ও না'লাইন বহনকারী ইবন মাসউদ নেই? রাসূলুল্লাহ (ﷺ) এর রহস্য জ্ঞানের বাহক হুযায়ফা নেই? যে ব্যক্তিকে আল্লাহ তা'আলা তাঁর নবী (ﷺ)র যথানে শয়তান থেকে স্বীয় আশ্রয় প্রদান করেছেন, সেই আম্মার কি নেই? দুই কিতাবের অধিকারী সালমান নেই?
বর্ণনাকারী কাতাদা (রাহঃ) বলেনঃ দুই কিতাব অর্থ হল ইনজীল এবং কুরআন।
باب مناقب عبد الله بن مسعود رضي الله عنه
حَدَّثَنَا الجَرَّاحُ بْنُ مَخْلَدٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا مُعَاذُ بْنُ هِشَامٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ خَيْثَمَةَ بْنِ أَبِي سَبْرَةَ، قَالَ: أَتَيْتُ المَدِينَةَ فَسَأَلْتُ اللَّهَ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا، فَيَسَّرَ لِي أَبَا هُرَيْرَةَ، فَجَلَسْتُ إِلَيْهِ، فَقُلْتُ لَهُ: إِنِّي سَأَلْتُ اللَّهَ أَنْ يُيَسِّرَ لِي جَلِيسًا صَالِحًا فَوُفِّقْتَ لِي، فَقَالَ: مِنْ أَيْنَ أَنْتَ؟ قُلْتُ: مِنْ أَهْلِ الكُوفَةِ، جِئْتُ أَلْتَمِسُ الخَيْرَ وَأَطْلُبُهُ فَقَالَ: «أَلَيْسَ فِيكُمْ سَعْدُ بْنُ مَالِكٍ مُجَابُ الدَّعْوَةِ، وَابْنُ مَسْعُودٍ صَاحِبُ طَهُورِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَعْلَيْهِ، وَحُذَيْفَةُ صَاحِبُ سِرِّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَعَمَّارٌ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ عَلَى لِسَانِ نَبِيِّهِ، وَسَلْمَانُ صَاحِبُ الكِتَابَيْنِ؟» قَالَ قَتَادَةُ، وَالْكِتَابَانِ الْإِنْجِيلُ وَالْقُرْآنُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ. وَخَيْثَمَةُ هُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَبْرَةَ نُسِبَ إِلَى جَدِّهِ
