আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮০৭
আন্তর্জাতিক নং: ৩৮০৭
পরিচ্ছেদ : আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)-এর গুণাবলী
৩৮০৭। মুহাম্মাদ বাদশার (রাহঃ)... আব্দুর রহমান ইবন ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন আমরা হুযায়ফা (রাযিঃ)-এর কাছে এলাম এবং বললাম : সীরত এবং চাল-চলনে সকলের চাইতে রাসূলুল্লাহ (ﷺ) -এর অধিক নিকটবর্তী ব্যক্তির নাম বলে দিন। আমরা তাঁর থেকে শিক্ষা গ্রহণ করব এবং তাঁকে অনুসরণ করব। তিনি বললেন : সীরাত, চাল-চলন এবং স্বভাব-চরিত্রে রাসূলুল্লাহ (ﷺ) -এর সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হলেন ইবন মাসউদ, যতক্ষণ না তিনি আমাদের সামনে থেকে তাঁর ঘরের আড়ালে চলে যান।
রাসূলুল্লাহ (ﷺ) এর সেই সব সাহাবী যাঁরা দোষ-ত্রুটি থেকে মাহফুজ, তাঁরা ভাল করেই জানেন যে, তাঁদের মাঝে মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলার সর্বাধিক নিকটবর্তী হলেন ইবন উম্মে আব্দ (আব্দুল্লাহ ইবন মাসউদ)।
রাসূলুল্লাহ (ﷺ) এর সেই সব সাহাবী যাঁরা দোষ-ত্রুটি থেকে মাহফুজ, তাঁরা ভাল করেই জানেন যে, তাঁদের মাঝে মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলার সর্বাধিক নিকটবর্তী হলেন ইবন উম্মে আব্দ (আব্দুল্লাহ ইবন মাসউদ)।
باب مناقب عبد الله بن مسعود رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ: أَتَيْنَا عَلَى حُذَيْفَةَ، فَقُلْنَا: حَدِّثْنَا بِأَقْرَبِ النَّاسِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَدْيًا وَدَلًّا فَنَأْخُذَ عَنْهُ وَنَسْمَعَ مِنْهُ؟ قَالَ: «كَانَ أَقْرَبُ النَّاسِ هَدْيًا وَدَلًّا وَسَمْتًا بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنُ مَسْعُودٍ حَتَّى يَتَوَارَى مِنَّا فِي بَيْتِهِ، وَلَقَدْ عَلِمَ المَحْفُوظُونَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ ابْنَ أُمِّ عَبْدٍ هُوَ مِنْ أَقْرَبِهِمْ إِلَى اللَّهِ زُلْفَى» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


বর্ণনাকারী: