আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮০৪
আন্তর্জাতিক নং: ৩৮০৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ ঃ আব্দুল্লাহ ইবন সালাম (রাযিঃ)-এর গুণাবলী
৩৮০৪। কুতায়বা (রাহঃ)... ইয়াযীদ ইবন আমীরা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ মু'আয ইবন জাবাল (রাযিঃ)- এর মৃত্যুর সময় হাযির হলে তাঁকে বলা হলঃ হে আবু আব্দুর রহমান। আমাদের কিছু ওসীয়াত করুন।

তিনি বললেন : আমাকে তোমরা বসিয়ে দাও। পরে বললেন। ইল্ম ও ঈমান যথাস্থানে রক্ষিত আছে। যে ব্যক্তি এতদুভয়কে অন্বেষণ করে, সে পায়। বর্ণনাকারী বলেন তিনি এ কথাটি তিনবার বললেন। পরে বললেন তোমরা চার ব্যক্তির নিকট ইলম তালাশ করবে। উওয়ায়সির আবুদ দারদা, সালমান ফারিসী, আব্দুল্লাহ ইবন মাসউদ এবং আব্দুল্লাহ ইবন সালাম (রাযিঃ)। এ (শেষোক্ত) জন ছিলেন ইয়াহুদী, পরে তিনি ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, ইনি হলেন দশজন জান্নাতীর দশমজন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب عبد الله بن سلام رضي الله عنه
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الخَوْلَانِيِّ، عَنْ يَزِيدَ بْنِ عُمَيْرَةَ، قَالَ: لَمَّا حَضَرَ مُعَاذَ بْنَ جَبَلٍ المَوْتُ قِيلَ لَهُ: يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ، أَوْصِنَا، قَالَ: أَجْلِسُونِي، فَقَالَ: إِنَّ العِلْمَ وَالإِيمَانَ مَكَانَهُمَا، مَنْ ابْتَغَاهُمَا وَجَدَهُمَا، يَقُولُ ذَلِكَ ثَلَاثَ مَرَّاتٍ، وَالتَمِسُوا العِلْمَ عِنْدَ أَرْبَعَةِ رَهْطٍ، عِنْدَ عُوَيْمِرٍ أَبِي الدَّرْدَاءِ، وَعِنْدَ سَلْمَانَ الفَارِسِيِّ، وَعِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَعِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ الَّذِي كَانَ يَهُودِيًّا فَأَسْلَمَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّهُ عَاشِرُ عَشَرَةٍ فِي الجَنَّةِ» وَفِي البَابِ عَنْ سَعْدٍ «وهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান