আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮০২
আন্তর্জাতিক নং: ৩৮০২
পরিচ্ছেদ ঃ আবু যার গিফারী (রাযিঃ)-এর গুণাবলী
৩৮০২। আব্বাস আম্বারী (রাহঃ)... আবু যার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আবু যার অপেক্ষা অধিক সত্য যবানের অধিকারী এবং অধিক অঙ্গীকার পূরণকারী আর কাউকে নীলবর্ণ আকাশ ছায়া দেয়নি আর ধূসর পৃথিবী বহন করেনি। সে হল ঈসা ইব্ন মারয়াম (আ) সদৃশ্য। উমার ইবন খাত্তাব (রাযিঃ) যেন ঈর্ষান্বিতের মত বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! তাকে কি জানাব?
তিনি বললেনঃ হ্যাঁ, জানিয়ে দাও।
তিনি বললেনঃ হ্যাঁ, জানিয়ে দাও।
باب مناقب أبي ذر الغفاري رضي الله عنه
حَدَّثَنَا العَبَّاسُ العَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنِي أَبُو زُمَيْلٍ، عَنْ مَالِكِ بْنِ مَرْثَدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَظَلَّتِ الخَضْرَاءُ وَلَا أَقَلَّتِ الغَبْرَاءُ مِنْ ذِي لَهْجَةٍ أَصْدَقَ وَلَا أَوْفَى مِنْ أَبِي ذَرٍّ شِبْهِ عِيسَى ابْنِ مَرْيَمَ»، فَقَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ كَالحَاسِدِ يَا رَسُولَ اللَّهِ أَفَتَعْرِفُ ذَلِكَ لَهُ؟ قَالَ: «نَعَمْ فَاعْرِفُوهُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ " وَقَدْ رَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ فَقَالَ: " أَبُو ذَرٍّ يَمْشِي فِي الأَرْضِ بِزُهْدِ عِيسَى ابْنِ مَرْيَمَ


বর্ণনাকারী: