আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৯৬
আন্তর্জাতিক নং: ৩৭৯৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : মু'আয ইবন জাবাল, যায়দ ইবন ছাবিত, উবাই ইব্ন কা‘ব এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৯৬। মাহমুদ ইবন গায়লান (রাহঃ) হুযায়ফা ইবনুল ইয়ামান (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: (নাজরান সর্দার) আকিব ও সায়্যিদ নবী (ﷺ) এর কাছে এলেন। তারা বললেন : আমাদের সঙ্গে আপনার আমীন-কে প্রেরণ করুন। নবী (ﷺ) বললেনঃ আমি অবশ্যই একজন যথার্থ আমীন-কে তোমাদের সঙ্গে পাঠাব।
লোকেরা খুবই উৎসুক হয়ে উঠল। এরপর নবী (ﷺ) আবু উবায়দা (রাযিঃ)-কে প্রেরণ করেন। সিলাহ (রাহঃ)-এর সূত্রে আবু ইসহাক (রাহঃ) যখন এই হাদীসটি রিওয়ায়াত করতেন তখন বলতেন, ষাট বছর পূর্বে এটি আমি সিলাহ্ (রাহঃ) থেকে শুনেছি।
লোকেরা খুবই উৎসুক হয়ে উঠল। এরপর নবী (ﷺ) আবু উবায়দা (রাযিঃ)-কে প্রেরণ করেন। সিলাহ (রাহঃ)-এর সূত্রে আবু ইসহাক (রাহঃ) যখন এই হাদীসটি রিওয়ায়াত করতেন তখন বলতেন, ষাট বছর পূর্বে এটি আমি সিলাহ্ (রাহঃ) থেকে শুনেছি।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب معاذ بن جبل، وزيد بن ثابت، وأبي بن كعب ، وأبي عبيدة بن الجراح رضي الله عنهم
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ بْنِ اليَمَانِ، قَالَ: جَاءَ العَاقِبُ وَالسَّيِّدُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَا: ابْعَثْ مَعَنَا أَمِينَكَ، فَقَالَ: «فَإِنِّي سَأَبْعَثُ مَعَكُمْ أَمِينًا حَقَّ أَمِينٍ»، فَأَشْرَفَ لَهَا النَّاسُ، فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ قَالَ: وَكَانَ أَبُو إِسْحَاقَ، إِذَا حَدَّثَ بِهَذَا الحَدِيثِ عَنْ صِلَةَ، قَالَ: سَمِعْتُهُ مُنْذُ سِتِّينَ سَنَةً: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ، وَأَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: " لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ، وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ
বর্ণনাকারী: