আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৮৭
আন্তর্জাতিক নং: ৩৭৮৭
পরিচ্ছেদ : নবী (ﷺ) পরিবারের গুণাবলী
৩৭৮৭। কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... উমর ইবন আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: উম্মু সালামা (রাযিঃ)-এর ঘরে অবস্থানকালে নবী (ﷺ) এর কাছে এ আয়াতটি নাযিল হয়

(إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت و يطهركم تطهيرا)

অর্থঃ হে নবী (ﷺ) পরিবার। আল্লাহ্ তো চান, তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। (সূরা আহযাব ৩৩:৩৩)।

তখন নবী (ﷺ) ফাতিমা এবং হাসান ও হুসায়নকে ডেকে আনলেন এবং তাঁদেরকে একটি চাদরে আবৃত করলেন। আলী ছিলেন তাঁর পিছনে। তাঁকেও চাদরে আবৃত করে নিলেন। তারপর বললেনঃ হে আল্লাহ্ এরাই আমার আহলে বায়ত। এদের থেকে তুমি অপবিত্রতা দূর করে দাও এবং এদেরকে তুমি পরিপূর্ণভাবে পবিত্র করে দাও।

উম্মু সালামা (রাযিঃ) বললেন : ইয়া রাসূলাল্লাহ্। আমিও তাঁদের সঙ্গে আছি। নবী (ﷺ) বললেন তুমি তো তোমার স্থানে আছই। তুমিও আমার কাছে উত্তম।
باب مناقب أهل بيت النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَصْبَهَانِيِّ، عَنْ يَحْيَى بْنِ عُبَيْدٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، رَبِيبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَزَلَتْ هَذِهِ الآيَةُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ {إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ البَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا} [الأحزاب: 33] فِي بَيْتِ أُمِّ سَلَمَةَ، فَدَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ وَحَسَنًا وَحُسَيْنًا فَجَلَّلَهُمْ بِكِسَاءٍ وَعَلِيٌّ خَلْفَ ظَهْرِهِ فَجَلَّلَهُ بِكِسَاءٍ ثُمَّ قَالَ: «اللَّهُمَّ هَؤُلَاءِ أَهْلُ بَيْتِي فَأَذْهِبْ عَنْهُمُ الرِّجْسَ وَطَهِّرْهُمْ تَطْهِيرًا» قَالَتْ أُمُّ سَلَمَةَ: وَأَنَا مَعَهُمْ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «أَنْتِ عَلَى مَكَانِكِ وَأَنْتِ إِلَى خَيْرٍ» وَفِي البَابِ عَنْ أُمِّ سَلَمَةَ، وَمَعْقِلِ بْنِ يَسَارٍ، وَأَبِي الْحَمْرَاءِ، وَأَنَسِ بْنِ مَالِكٍ «وهَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৭৮৭ | মুসলিম বাংলা