আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৮৫
আন্তর্জাতিক নং: ৩৭৮৫
পরিচ্ছেদ
৩৭৮৫। ইবন আবু উমার (রাহঃ)... আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: নারী বলেছেন : প্রত্যেক নবী (ﷺ) আল্লাহ তা'আলা সাতজন করে ‘নাজীব' (উত্তম সঙ্গী) দান করেছেন। আর আমাকে প্রদান করা হয়েছে বারজন।
রাবী মুসায়্যার বলেন, আমরা বললাম : এঁরা কারা? আলী (রাযিঃ) বললেনঃ আমি, আমার দুই পুত্র (হাসান ও হুসায়ন), জা'ফর, হামযা, আবু বকর, উমার, মুসআব ইবন উমায়র, বিলাল, সালমান, আম্মার, মিকদাদ, হুযায়ফা এবং আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)।
রাবী মুসায়্যার বলেন, আমরা বললাম : এঁরা কারা? আলী (রাযিঃ) বললেনঃ আমি, আমার দুই পুত্র (হাসান ও হুসায়ন), জা'ফর, হামযা, আবু বকর, উমার, মুসআব ইবন উমায়র, বিলাল, সালমান, আম্মার, মিকদাদ, হুযায়ফা এবং আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)।
باب
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ كَثِيرٍ النَّوَّاءِ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ المُسَيِّبِ بْنِ نَجَبَةَ، قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ كُلَّ نَبِيٍّ أُعْطِيَ سَبْعَةَ نُجَبَاءَ رُفَقَاءَ أَوْ رُقَبَاءَ وَأُعْطِيتُ أَنَا أَرْبَعَةَ عَشَرَ»، قُلْنَا: مَنْ هُمْ؟ قَالَ، «أَنَا وَابْنَايَ، وَجَعْفَرُ، وَحَمْزَةُ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَمُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَبِلَالٌ، وَسَلْمَانُ، وَعَمَّارٌ، وَالْمِقْدَادُ، وَحُذَيْفَةُ، وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ. وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا»
