আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৮৫
আন্তর্জাতিক নং: ৩৭৮৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ
৩৭৮৫। ইবন আবু উমার (রাহঃ)... আলী ইবন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: নারী বলেছেন : প্রত্যেক নবী (ﷺ) আল্লাহ তা'আলা সাতজন করে ‘নাজীব' (উত্তম সঙ্গী) দান করেছেন। আর আমাকে প্রদান করা হয়েছে বারজন।
রাবী মুসায়্যার বলেন, আমরা বললাম : এঁরা কারা? আলী (রাযিঃ) বললেনঃ আমি, আমার দুই পুত্র (হাসান ও হুসায়ন), জা'ফর, হামযা, আবু বকর, উমার, মুসআব ইবন উমায়র, বিলাল, সালমান, আম্মার, মিকদাদ, হুযায়ফা এবং আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)।
রাবী মুসায়্যার বলেন, আমরা বললাম : এঁরা কারা? আলী (রাযিঃ) বললেনঃ আমি, আমার দুই পুত্র (হাসান ও হুসায়ন), জা'ফর, হামযা, আবু বকর, উমার, মুসআব ইবন উমায়র, বিলাল, সালমান, আম্মার, মিকদাদ, হুযায়ফা এবং আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ)।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ كَثِيرٍ النَّوَّاءِ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ المُسَيِّبِ بْنِ نَجَبَةَ، قَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ كُلَّ نَبِيٍّ أُعْطِيَ سَبْعَةَ نُجَبَاءَ رُفَقَاءَ أَوْ رُقَبَاءَ وَأُعْطِيتُ أَنَا أَرْبَعَةَ عَشَرَ»، قُلْنَا: مَنْ هُمْ؟ قَالَ، «أَنَا وَابْنَايَ، وَجَعْفَرُ، وَحَمْزَةُ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَمُصْعَبُ بْنُ عُمَيْرٍ، وَبِلَالٌ، وَسَلْمَانُ، وَعَمَّارٌ، وَالْمِقْدَادُ، وَحُذَيْفَةُ، وَعَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ. وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ عَلِيٍّ مَوْقُوفًا»