আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৭৮
আন্তর্জাতিক নং: ৩৭৭৮
পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৮। খাল্লাদ ইবন আসলাম বাগদাদী (রাহঃ).... আনাস ইবন মালিক (রাযিঃ) বর্ণিত, তিনি বলেনঃ আমি কূফার আমির ইবন যিয়াদের কাছে ছিলাম। এমন সময় হুসায়ন (রাযিঃ)-এর (কর্তিত) মাথা সেখানে নিয়ে আসা হল। ইবন যিয়াদ একটি খেজুরের ডাল দিয়ে তাঁর নাকে ইশারা করে বললঃ এর সৌন্দর্যের এত আলোচনা কেন। এর মত সুন্দর বুঝি আর দেখিনি।
আনাস (রাযিঃ) বলেন, আমি বললাম সাবধান! তিনিই ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) সর্বাধিক সাদৃশ্যপূর্ণ।
আনাস (রাযিঃ) বলেন, আমি বললাম সাবধান! তিনিই ছিলেন রাসূলুল্লাহ (ﷺ) সর্বাধিক সাদৃশ্যপূর্ণ।
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا خَلَّادُ بْنُ أَسْلَمَ الْبَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، قَالَتْ: حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، قَالَ: كُنْتُ عِنْدَ ابْنِ زِيَادٍ فَجِيءَ بِرَأْسِ الحُسَيْنِ فَجَعَلَ يَقُولُ بِقَضِيبٍ فِي أَنْفِهِ وَيَقُولُ: «مَا رَأَيْتُ مِثْلَ هَذَا حُسْنًا، لِمَ يُذْكَرُ؟» قَالَ: قُلْتُ: «أَمَا إِنَّهُ كَانَ مِنْ أَشْبَهِهِمْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ»
