আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৬২
আন্তর্জাতিক নং: ৩৭৬২
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬২। ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রাহঃ)... আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) আব্বাস (রাযিঃ)-কে বলেছিলেন : সোমবার ভোরে আপনার সন্তানদের নিয়ে আপনি আমার কাছে আসবেন। আপনাদের জন্য এমন এক দু'আ করতে চাই যা আপনার ও আপনার সন্তানদের উপকারে আসবে।
তদনুসারে তিনি এবং আমরা ভোরে নবী (ﷺ) এর কাছে গেলাম। তিনি আমাদেরকে একটি চাদর আবৃত করে বললেনঃ হে আল্লাহ্! তুমি আব্বাস ও তার সন্তানদের যাহিরী বাতিনী সব গুনাহ্ মাগফিরাত করে দাও। কোন গুনাহই আর যেন অবশিষ্ট না থাকে। হে আল্লাহ্! তাঁর সন্তানদের বিষয়েও তাঁর হিফাযত কর।
তদনুসারে তিনি এবং আমরা ভোরে নবী (ﷺ) এর কাছে গেলাম। তিনি আমাদেরকে একটি চাদর আবৃত করে বললেনঃ হে আল্লাহ্! তুমি আব্বাস ও তার সন্তানদের যাহিরী বাতিনী সব গুনাহ্ মাগফিরাত করে দাও। কোন গুনাহই আর যেন অবশিষ্ট না থাকে। হে আল্লাহ্! তাঁর সন্তানদের বিষয়েও তাঁর হিফাযত কর।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب العباس بن عبد المطلب رضي الله عنه
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ بْنُ عَطَاءٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، عَنْ مَكْحُولٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْعَبَّاسِ: «إِذَا كَانَ غَدَاةَ الِاثْنَيْنِ فَأْتِنِي أَنْتَ وَوَلَدُكَ حَتَّى أَدْعُوَ لَهُمْ بِدَعْوَةٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا وَوَلَدَكَ»، فَغَدَا وَغَدَوْنَا مَعَهُ فَأَلْبَسَنَا كِسَاءً ثُمَّ قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِلْعَبَّاسِ وَوَلَدِهِ مَغْفِرَةً ظَاهِرَةً وَبَاطِنَةً لَا تُغَادِرُ ذَنْبًا، اللَّهُمَّ احْفَظْهُ فِي وَلَدِهِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ