আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৬০
আন্তর্জাতিক নং: ৩৭৬০
পরিচ্ছেদ : আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৬০। আহমদ ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) আব্বাস (রাযিঃ) সম্পর্কে উমারকে বলেছিলেন : কোন লোকের চাচা তার পিতার মত।

উমার (রাযিঃ) এই সময় আব্বাস (রাযিঃ)-কে তাঁর সাদাকা সম্পর্কে নবী (ﷺ) -এর সঙ্গে আলাপ করছিলেন।
باب مناقب العباس بن عبد المطلب رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ قَالَ: حَدَّثَنِي أَبِي، قَالَ: سَمِعْتُ الأَعْمَشَ يُحَدِّثُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي البَخْتَرِيِّ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِعُمَرَ فِي العَبَّاسِ: «إِنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ»، وَكَانَ عُمَرُ كَلَّمَهُ فِي صَدَقَتِهِ. هَذَا حَدِيثٌ حَسَنٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৭৬০ | মুসলিম বাংলা