আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৫৮
আন্তর্জাতিক নং: ৩৭৫৮
পরিচ্ছেদ : আব্বাস ইবন আব্দুল মুত্তালিব (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৫৮। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল মুত্তালিব ইবন রাবী'আ ইবন হারিছ ইব্ন আব্দুল মুত্তালিব (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন আব্বাস ইব্ন আব্দুল মুত্তালিব রাগান্বিত অবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) -এর কাছে এলেন। আমি তখন নবী (ﷺ) -এর কাছে ছিলাম। তিনি বললেনঃ আপনি রাগ করেছেন কেন?
বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের আর কুরায়শদের কি হল যে, তারা পরস্পরে মিলিত হলে আনন্দিত চেহারা নিয়ে সাক্ষাত করে আর তারা আমাদের সঙ্গে মিলিত হয় অন্যভাবে?
রাসূলুল্লাহ (ﷺ) ও এতে রাগান্বিত হয়ে উঠলেন এমন কি তাঁর চেহারা লাল হয়ে গেল। এরপর বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম! কোন ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ না তারা আল্লাহ্ ও রাসূলের খাতিরে তোমাদের ভালবাসবে।
এরপর তিনি বললেন : হে লোক সকল! যে ব্যক্তি আমার চাচাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। কেননা চাচা তার পিতার মত।
হাদীসটি হাসান।
বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদের আর কুরায়শদের কি হল যে, তারা পরস্পরে মিলিত হলে আনন্দিত চেহারা নিয়ে সাক্ষাত করে আর তারা আমাদের সঙ্গে মিলিত হয় অন্যভাবে?
রাসূলুল্লাহ (ﷺ) ও এতে রাগান্বিত হয়ে উঠলেন এমন কি তাঁর চেহারা লাল হয়ে গেল। এরপর বললেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম! কোন ব্যক্তির অন্তরে ঈমান প্রবেশ করবে না যতক্ষণ না তারা আল্লাহ্ ও রাসূলের খাতিরে তোমাদের ভালবাসবে।
এরপর তিনি বললেন : হে লোক সকল! যে ব্যক্তি আমার চাচাকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। কেননা চাচা তার পিতার মত।
হাদীসটি হাসান।
بَابُ مَنَاقِبِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ: حَدَّثَنِي عَبْدُ المُطَّلِبِ بْنُ رَبِيعَةَ بْنِ الحَارِثِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، أَنَّ العَبَّاسَ بْنَ عَبْدِ المُطَّلِبِ، دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُغْضَبًا وَأَنَا عِنْدَهُ، فَقَالَ: «مَا أَغْضَبَكَ»؟ قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا لَنَا وَلِقُرَيْشٍ، إِذَا تَلَاقَوْا بَيْنَهُمْ تَلَاقَوْا بِوُجُوهٍ مُبْشَرَةٍ، وَإِذَا لَقُونَا لَقُونَا بِغَيْرِ ذَلِكَ، قَالَ: فَغَضِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ، ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ قَلْبَ رَجُلٍ الإِيمَانُ حَتَّى يُحِبَّكُمْ لِلَّهِ وَلِرَسُولِهِ»، ثُمَّ قَالَ: «يَا أَيُّهَا النَّاسُ مَنْ آذَى عَمِّي فَقَدْ آذَانِي فَإِنَّمَا عَمُّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ». هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
