আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৫৩
আন্তর্জাতিক নং: ৩৭৫৩
পরিচ্ছেদ : সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (রাযিঃ) মর্যাদা ও গুণাবলী
৩৭৫৩। হাসান ইবনুস সাব্বাহ আল-বাযযার (রাহঃ)...আলী (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) সা'দ ছাড়া আর কারো জন্য তাঁর পিতামাতা উভয়ই কুরবান হোক – এ কথা উল্লেখ করেননি। উহুদ যুদ্ধের দিনে তিনি সা'দকে লক্ষ্য করে বলেছিলেনঃ তীর নিক্ষেপ কর, আমার পিতামাতা উভয়েই তোমার জন্য কুরবান। তীর নিক্ষেপ কর হে শক্তিশালী তরুণ।
হাদীসটি হাসান সাহীহ।
এ বিষয়ে সাদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
একাধিক রাবী এ হাদীসটি ইয়াহইয়া ইবন সাঈদ সাঈদ ইবনুল মুসায়্যাব-সা'দ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
হাদীসটি হাসান সাহীহ।
এ বিষয়ে সাদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
একাধিক রাবী এ হাদীসটি ইয়াহইয়া ইবন সাঈদ সাঈদ ইবনুল মুসায়্যাব-সা'দ (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন।
باب مناقب سعد بن أبي وقاص رضي الله عنه
حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، وَيَحْيَى بْنِ سَعِيدٍ، سَمِعَا سَعِيدَ بْنَ المُسَيِّبِ، يَقُولُ: قَالَ عَلِيٌّ: مَا جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَاهُ وَأُمَّهُ لِأَحَدٍ إِلَّا لِسَعْدٍ، قَالَ لَهُ يَوْمَ أُحُدٍ: «ارْمِ فِدَاكَ أَبِي وَأُمِّي»، وَقَالَ لَهُ: «ارْمِ أَيُّهَا الغُلَامُ الحَزَوَّرُ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الحَدِيثَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ المُسَيِّبِ، عَنْ سَعْدٍ. وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ
