আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৪২
আন্তর্জাতিক নং: ৩৭৪২
তালহা ইবন উবায়দুল্লাহ রাযিআল্লাহু আনহুর মর্যাদা ও গুণাবলী
৩৭৪২। মুহাম্মাদ ইব্‌ন আ'লা (রাহঃ)... তালহা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবীগণ এক অজ্ঞ বেদুঈনকে বললেনঃ কেউ কেউ তার উদ্দেশ্য পূরণ করেছে (আহযাব ৩৩ : ২৩) তিনি কে এবং কারা? এ সম্পর্কে নবী (ﷺ) -কে তুমি জিজ্ঞাসা কর। কারণ, সাহাবীরা নবী (ﷺ) -কে প্রশ্ন করতে সাহস পেতেন না। তাঁরা তাঁকে সম্মান করতেন ও ভয় করতেন।

নবী (ﷺ)-এর কাছে উক্ত বেদুঈন এ বিষয়ে প্রশ্ন করল। কিন্তু নবী (ﷺ) মুখ ফিরিয়ে নিলেন। এরপর সে আবার তাঁকে প্রশ্ন করল। কিন্তু নবী (ﷺ) মুখ ফিরিয়ে নিলেন। এরপর সে আবার নবী (ﷺ) কে সে বিষয়ে প্রশ্ন করল কিন্তু তিনি মুখে ফিরিয়ে নিলেন। এর মধ্যে আমি মসজিদের দরওয়াজা দিয়ে এলাম। আমার গায়ে তখন ছিল সবুজ রংের পোশাক। নবী (ﷺ) যখন আমাকে দেখলেন তখন বললেনঃ এ সম্পর্কে প্রশ্নকারী লোকটি কোথায়?

বেদুঈন বললঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি হাযির। নবী (ﷺ) বললেনঃ যারা উদ্দেশ্য পূরণ করেছে তাদের মধ্যে ইনিও একজন।
باب مناقب طلحة بن عبيد الله رضي الله عنه
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ قَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ مُوسَى، وَعِيسَى ابْنَيْ طَلْحَةَ، عَنْ أَبِيهِمَا طَلْحَةَ، أَنَّ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالُوا: لِأَعْرَابِيٍّ جَاهِلٍ: سَلْهُ عَمَّنْ قَضَى نَحْبَهُ مَنْ هُوَ؟ وَكَانُوا لَا يَجْتَرِئُونَ عَلَى مَسْأَلَتِهِ يُوَقِّرُونَهُ وَيَهَابُونَهُ، فَسَأَلَهُ الْأَعْرَابِيُّ، فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ سَأَلَهُ فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ سَأَلَهُ فَأَعْرَضَ عَنْهُ، ثُمَّ إِنِّي اطَّلَعْتُ مِنْ بَابِ المَسْجِدِ وَعَلَيَّ ثِيَابٌ خُضْرٌ، فَلَمَّا رَآنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَمَّنْ قَضَى نَحْبَهُ»؟ قَالَ الأَعْرَابِيُّ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «هَذَا مِمَّنْ قَضَى نَحْبَهُ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي كُرَيْبٍ، عَنْ يُونُسَ بْنِ بُكَيْرٍ وَقَدْ رَوَاهُ غَيْرُ وَاحِدٍ مِنْ كِبَارِ أَهْلِ الحَدِيثِ عَنْ أَبِي كُرَيْبٍ، بِهَذَا الْحَدِيثِ. وسَمِعْت مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ، يُحَدِّثُ بِهَذَا عَنْ أَبِي كُرَيْبٍ، وَوَضَعَهُ فِي كِتَابِ الفَوَائِدِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান