আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭২৭
আন্তর্জাতিক নং: ৩৭২৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ
৩৭২৭। আলী ইবনুল মুনযির (রাহঃ)... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আলী (রাযিঃ)-কে বলেছিলেনঃ হে আলী! এই মসজিদে জুনূবী (গোসল ফরয হওয়া) অবস্থায় আমি আর তুমি ছাড়া আর কারো জন্য বৈধ নয়।


আলী ইবনুল মুনযির (রাহঃ) বলেন, আমি যিরার ইব্‌ন সুরাদ (রাহঃ)-কে বললামঃ এই হাদীসটির মর্ম কি? তিনি বললেনঃ এর মর্ম হল, আমি এবং তুমি ছাড়া আর কারো জন্য জুনুবী অবস্থায় মসজিদ অতিক্রম করে যাওয়া বৈধ নয়।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا عَلِيُّ بْنُ المُنْذِرِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي حَفْصَةَ، عَنْ عَطِيَّةَ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعَلِيٍّ: «يَا عَلِيُّ لَا يَحِلُّ لِأَحَدٍ يُجْنِبُ فِي هَذَا الْمَسْجِدِ غَيْرِي وَغَيْرِكَ» قَالَ عَلِيُّ بْنُ المُنْذِرِ: قُلْتُ لِضِرَارِ بْنِ صُرَدٍ: مَا مَعْنَى هَذَا الحَدِيثِ؟ قَالَ: لَا يَحِلُّ لِأَحَدٍ يَسْتَطْرِقُهُ جُنُبًا غَيْرِي وَغَيْرِكَ: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ. وَقَدْ سَمِعَ مِنِّي مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ هَذَا الحَدِيثَ وَاسْتَغْرَبَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৭২৭ | মুসলিম বাংলা