আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৫৯০
২০৭৫. ইসলাম আগমনের পর নবুওয়্যাতের নিদর্শনসমূহ
৩৩৩৫। ইয়াহয়া (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত, নবী কারীম (ﷺ) বলেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত তোমাদের যুদ্ধ না হবে খুয ও কিরমান নামক স্থানে (বসবাসরত) অনারব জাতিগুলোর সাথে, যাদের চেহারা লালবর্ণ, চেহারা যেন পিটানো ঢাল, নাক চ্যাপটা, চক্ষু ক্ষুদ্রাকৃতি এবং জুতা পশমের। ইয়াহয়া ব্যতীত অন্যান্য রাবীগণ ও আব্দুর রাজ্জাক (রাহঃ) থেকে পূর্বের হাদীস বর্ণনায় তার অনুসরণ করেছেন।
