আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬৯৭
আন্তর্জাতিক নং: ৩৬৯৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা
৩৬৯৭। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার (রাহঃ)... কাতাদা (রাহঃ) থেকে বর্ণিত যে, আনাস ইবন মালিক (রাযিঃ) তাঁদের নিকট বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার উহুদ পাহাড়ে আরোহণ করলেন। আবু বাকর, উমার এবং উছমান (রাযিঃ)-ও তাঁর সঙ্গে ছিলেন। তাঁদের নিয়ে পাহাড়টি প্রকম্পিত হয়ে উঠল। নবী (ﷺ) তখন বললেনঃ উহুদ, স্থির হও। কারণ, তোমার উপরে আছেন নবী (ﷺ), একজন সিদ্দীক এবং দুইজন শহীদ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مناقب عثمان بن عفان رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا حَدَّثَهُمْ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَعِدَ أُحُدًا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ فَرَجَفَ بِهِمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اثْبُتْ أُحُدُ فَإِنَّمَا عَلَيْكَ نَبِيٌّ وَصِدِّيقٌ وَشَهِيدَانِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)