আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬৮৮
আন্তর্জাতিক নং: ৩৬৮৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা
৩৬৮৮। আলী ইবন হুজর (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেছেন : আমি জান্নাতে প্রবেশ করলাম। সেখানে দেখি, একটি স্বর্ণ নির্মিত প্রাসাদ। আমি বললামঃ এই প্রাসাদটি কার? জবাবে ফিরিশতারা বললঃ কুরায়শী এক যুবকের। আমার ধারণা হল সেই যুবকটি আমি। বললামঃ সে কে? জবাবে তারা বলল : উমার ইব্‌ন খাত্তাব।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مناقب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " دَخَلْتُ الجَنَّةَ فَإِذَا أَنَا بِقَصْرٍ مِنْ ذَهَبٍ فَقُلْتُ: لِمَنْ هَذَا القَصْرُ؟ " قَالُوا: لِشَابٍّ مِنْ قُرَيْشٍ، فَظَنَنْتُ أَنِّي أَنَا هُوَ، فَقُلْتُ: «وَمَنْ هُوَ؟» فَقَالُوا: عُمَرُ بْنُ الخَطَّابِ. «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৬৮৮ | মুসলিম বাংলা