আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬৭৪
আন্তর্জাতিক নং: ৩৬৭৪
পরিচ্ছেদ : আবু বাকর ও উমার (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৬৭৪। ইসহাক ইব্ন মুসা আনসারী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি আল্লাহর পথে জোড়া জোড়া করে দান করবে, জান্নাতে তাকে ডাক দিয়ে বলা হবেঃ হে আল্লাহর বান্দা! এ তো এক সৎকাজ। যে ব্যক্তি সালাতের অধিকারী হবে তাকে 'বাবুস সালাত' (সালাত তোরণ) থেকে ডাকা হবে। যে ব্যক্তি হবে জিহাদের অধিকারী, তাকে ডাকা হবে বাবুল জিহাদ (জিহাদ তোরণ) থেকে; যে ব্যক্তি হবে সাদাকার অধিকারী, তাকে ডাকা হবে বাবুস সাদাকা থেকে। যে ব্যক্তি হবে সিয়ামের অধিকারী তাকে ডাকা হবে বাবুর রায়্যান (তৃষ্ণা তৃপ্তি তোরণ) থেকে।
আবু বাকর (রাযিঃ) বললেনঃ আমার পিতামাতা আপনার জন্য কুরবান। যদিও কোন ব্যক্তির জন্য সবক'টি তোরণ থেকে ডাকার কোন আবশ্যকতা নেই, তবুও এমন কেউ কি হবে যাকে সবক'টি তোরণ থেকেই ডাকা হবে?
নবী (ﷺ) বললেন : হ্যাঁ আছে, আমি আশা করি তুমি তাদের একজন হবে।
আবু বাকর (রাযিঃ) বললেনঃ আমার পিতামাতা আপনার জন্য কুরবান। যদিও কোন ব্যক্তির জন্য সবক'টি তোরণ থেকে ডাকার কোন আবশ্যকতা নেই, তবুও এমন কেউ কি হবে যাকে সবক'টি তোরণ থেকেই ডাকা হবে?
নবী (ﷺ) বললেন : হ্যাঁ আছে, আমি আশা করি তুমি তাদের একজন হবে।
باب: فى مناقب أبى بكر وعمر رضى الله عنهما كلهم
حَدَّثَنَا الْأَنْصَارِيُّ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ فِي الجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ، فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الجِهَادِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ، وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ»، فَقَالَ أَبُو بَكْرٍ: بِأَبِي أَنْتَ وَأُمِّي مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ هَذِهِ الأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الأَبْوَابِ كُلِّهَا؟ قَالَ: «نَعَمْ، وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
