আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬৫৭
আন্তর্জাতিক নং: ৩৬৫৭
আবু বাকর (রাযিঃ)-এর মর্যাদা ও গুণাবলী
৩৬৫৭। আহমাদ ইবন ইবরাহীম দাওরাকী (রাহঃ)... আব্দুল্লাহ্ ইব্‌ন শাকীক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আয়িশা (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলামঃ সাহাবীগণের মাঝে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট সবচেয়ে প্রিয় ছিলেন কে?

তিনি বললেনঃ আবু বাকর। আমি বললামঃ তারপর কে? তিনি বললেনঃ উমর।

আমি বললামঃ তারপর কে? তিনি বললেনঃ আবু উবায়দা ইবনুল জাররাহ। আমি বললামঃ তারপর কে? তিনি চুপ করে রইলেন।
باب مناقب أبي بكر الصديق رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ الجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ: قُلْتُ لِعَائِشَةَ: أَيُّ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللَّهِ؟ قَالَتْ: «أَبُو بَكْرٍ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَتْ: «عُمَرُ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَتْ: «ثُمَّ أَبُو عُبَيْدَةَ بْنُ الجَرَّاحِ»، قُلْتُ: ثُمَّ مَنْ؟ قَالَ: فَسَكَتَتْ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
জামে' তিরমিযী - হাদীস নং ৩৬৫৭ | মুসলিম বাংলা