আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬৫২
আন্তর্জাতিক নং: ৩৬৫২
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর বয়স এবং ইন্তিকালের সময় তাঁর কত বছর হয়েছিল
৩৬৫২। আহমদ ইবনে মক্কী (রাহঃ)... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) মক্কায় ওয়াহী নাযিল হওয়া অবস্থায় তের বছর অবস্থান করেন। আর তিনি ইনতিকাল করেন তেষট্টি বছর বয়সে। এই বিষয়ে আয়িশা, আনাস (রাযিঃ) ও দাগফাল ইবন হানযালা (রাহঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। দাগফাল (রাহঃ) রাসূল থেকে সরাসরি শুনেছেন এ মর্মে কোনো প্রমাণ নেই।
باب في سن النبي صلى الله عليه وسلم وابن كم كان حين مات
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ: حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: «مَكَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ ثَلَاثَ عَشْرَةَ - يَعْنِي يُوحَى إِلَيْهِ - وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ» وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَأَنَسٍ، وَدَغْفَلِ بْنِ حَنْظَلَةَ وَلَا يَصِحُّ لِدَغْفَلٍ سَمَاعٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عَمْرِو بْنِ دِينَارٍ
