আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬৪৮
আন্তর্জাতিক নং: ৩৬৪৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর গুণাবলী
৩৬৪৮। কুতায়বা (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) থেকে সুন্দর কিছু আমি দেখিনি। সূর্য যেন তাঁর চেহারায় ছিল প্রবাহিত। পুল্লাহ অপেক্ষা দ্ৰত হ্যাঁটতে কাউকে আমি দেখিনি। মনে হত যমীনকে বুঝি তাঁর জন্য সংকুচিত করে দেওয়া হয়েছে। আমরা তো খুবই চেষ্টা করতাম কিন্তু তিনি ছিলেন একেবারেই বেপরোয়া।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في صفة النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي يُونُسَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: «مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّ الشَّمْسَ تَجْرِي فِي وَجْهِهِ، وَمَا رَأَيْتُ أَحَدًا أَسْرَعَ فِي مَشْيِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّمَا الأَرْضُ تُطْوَى لَهُ، إِنَّا لَنُجْهِدُ أَنْفُسَنَا، وَإِنَّهُ لَغَيْرُ مُكْتَرِثٍ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ»