আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬২৮
আন্তর্জাতিক নং: ৩৬২৮
পরিচ্ছেদ
৩৬২৮। মুহাম্মাদ ইবন ইসমাঈল (রাহঃ)... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন জনৈক বেদুঈন রাসূলুল্লাহ ﷺ এর কাছে এসে বলল আমি কেমন করে জানব যে আপনি একজন সত্য নবী? তিনি বললেন : আমি এই খেজুর ছড়াটিকে ডাকছি। সেটি সাক্ষী দিবে যে আমি আল্লাহর রাসূল। এরপর তিনি এটিকে ডাকেন।খেজুর ছড়াটি খেজুর গাছ থেকে নামতে শুরু করে। এমন কি নবী -এর কাছে এসে পড়ে যায়।
এরপর তিনি এটিকে ফিরে যেতে বলেন। ফলে সেটি পূর্বস্থানে ফিরে যায়। (তা দেখে) বেদুঈন লোকটি ইসলাম গ্রহণ করেন।
এরপর তিনি এটিকে ফিরে যেতে বলেন। ফলে সেটি পূর্বস্থানে ফিরে যায়। (তা দেখে) বেদুঈন লোকটি ইসলাম গ্রহণ করেন।
بَابٌ
3628 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكٍ، عَنْ أَبِي ظَبْيَانَ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: جَاءَ أَعْرَابِيٌّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ بِمَ أَعْرِفُ أَنَّكَ نَبِيٌّ؟ قَالَ: «إِنْ دَعَوْتُ هَذَا العِذْقَ مِنْ هَذِهِ النَّخْلَةِ تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟» فَدَعَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يَنْزِلُ مِنَ النَّخْلَةِ حَتَّى سَقَطَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَالَ: «ارْجِعْ فَعَادَ»، فَأَسْلَمَ الأَعْرَابِيُّ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ»
