আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৫৮২
আন্তর্জাতিক নং: ৩৫৮২
লা হাওলা ওয়া কুওওয়াতা ইল্লা বিল্লাহ এর ফযীলত
৩৫৮২. কুতাইবা ...... সাফওয়ান ইবনে সুলাইম হতে বর্ণিত। তিনি বলেন, কোন ফিরিশতাই ″লা হাওলা কু-ওয়াতা ইল্লা বিল্লাহ″ পাঠ না করে উর্ধ্বাকাশের দিকে গমন করে না।
باب فِي فَضْلِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، قَالَ مَا نَهَضَ مَلَكٌ مِنَ الأَرْضِ حَتَّى قَالَ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৫৮২ | মুসলিম বাংলা