আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৫৭১
আন্তর্জাতিক নং: ৩৫৭১
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
সুদিনের অপেক্ষা করা ইত্যাদি
৩৫৭১. বিশর ইবনে মুআয আকাদী বসরী (রাহঃ) ...... আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আল্লাহর অনুগ্রহের দুআ কর। কারণ আল্লাহ তাআলা তাঁর কাছে প্রার্থনা করা ভালবাসেন। সর্বোত্তম ইবাদত হল (ধৈর্য ধরে) বিপদ মুক্তির অপেক্ষা করা।

হাম্মাদ ইবনে ওয়াকিদ (রাহঃ) হাদীসটি এইরূপই বর্ণনা করেছেন। হাম্মাদ ইবনে ওয়াকিদ হাদীস সংরক্ষণশীল নন। আবু নুআয়ম (রাহঃ) এই হাদীসটি ইসরাঈল-হাকীম ইবনে জুবাইর-জনৈক ব্যক্তি সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণানা করেছেন। আবু নুআয়ম (রাহঃ) এর রিওয়ায়াতটি অধিক সহীহ হওয়ার প্রতি অধিকতর সামঞ্জস্যশীল।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب فِي انْتِظَارِ الْفَرَجِ وَغَيْرِ ذَلِكَ
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ وَاقِدٍ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُسْأَلَ وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ " . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى حَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا الْحَدِيثَ وَقَدْ خُولِفَ فِي رِوَايَتِهِ . وَحَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا هُوَ الصَّفَّارُ لَيْسَ بِالْحَافِظِ وَهُوَ عِنْدَنَا شَيْخٌ بَصْرِيٌّ . وَرَوَى أَبُو نُعَيْمٍ هَذَا الْحَدِيثَ عَنْ إِسْرَائِيلَ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ رَجُلٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلٌ وَحَدِيثُ أَبِي نُعَيْمٍ أَشْبَهُ أَنْ يَكُونَ أَصَحَّ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)