আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৫৪৪
আন্তর্জাতিক নং: ৩৫৪৪
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
আল্লাহ তাআলা একশত রহমত সৃষ্টি করেছেন
৩৫৪৪. মুহাম্মাদ ইবনে আবু ছালজ (রাহঃ) ...... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন নবী (ﷺ) মসজিদে এসে প্রবেশ করলেন। তখন সেখানে এক ব্যক্তি নামায শেষ করে দুআ করছিল। সে তার দুআয় বলছিলঃ

اللَّهُمَّ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ

″হে আল্লাহ! আল্লাহ ছাড়া ইলাহ নেই। তুমিই তো অনুগ্রহদাতা। আকাশমন্ডলির ও পৃথিবীর উপমাহীন সৃষ্টিকর্তা, প্রতাপশালী ও মর্যাদাবান।″

নবী (ﷺ) বলেছেনঃ তোমরা কি জান, সে কিসের ওসীলায় দুআ করেছে? এতো আল্লাহ তাআলার ইসমে আযমের মাধ্যমে দুআ করেছে। এর ওসীলায় দুআ করলে অবশ্যই তা কবুল করা হয়, যাচঞা করা হলে অবশ্যই প্রদান করা হয়।ইবনে মাজাহ

হাদীসটি এই সূত্রে গারীব। এই হাদীসটি অন্য সূত্রেও আনাস (রাযিঃ) থেকে বর্ণিত আছে।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب خَلْقِ اللَّهِ مِائَةَ رَحْمَةٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الثَّلْجِ، - رَجُلٌ مِنْ أَهْلِ بَغْدَادَ أَبُو عَبْدِ اللَّهِ صَاحِبُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ زَرْبِيٍّ، عَنْ عَاصِمٍ الأَحْوَلِ، وَثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَسْجِدَ وَرَجُلٌ قَدْ صَلَّى وَهُوَ يَدْعُو وَيَقُولُ فِي دُعَائِهِ اللَّهُمَّ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الْمَنَّانُ بَدِيعُ السَّمَوَاتِ وَالأَرْضِ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " تَدْرُونَ بِمَ دَعَا اللَّهَ دَعَا اللَّهَ بِاسْمِهِ الأَعْظَمِ الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ثَابِتٍ عَنْ أَنَسٍ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَنَسٍ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান