আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৫২৬
আন্তর্জাতিক নং: ৩৫২৬
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৫২৬. হাসান ইবনে আরাফা (রাহঃ) ..... আবু উমামা বাহিলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, কেউ যদি পাক-সাফ অবস্থায় শয্যাগ্রহণ করে আর আল্লাহর যিক্র করতে করতে তার নিদ্রা এসে যায়, তবে রাতে কোন মুহূর্তে জেগে উঠে দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ প্রার্থনা করলে আল্লাহ তাকে অবশ্যই তা দান করবেন।
হাদীসটি হাসান-গারীব। এটি শাহর ইবনে হাওশাব-আবু ইয়া-আমর ইবনে আব্বাসা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।
হাদীসটি হাসান-গারীব। এটি শাহর ইবনে হাওশাব-আবু ইয়া-আমর ইবনে আব্বাসা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে।
باب
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَوَى إِلَى فِرَاشِهِ طَاهِرًا يَذْكُرُ اللَّهَ حَتَّى يُدْرِكَهُ النُّعَاسُ لَمْ يَنْقَلِبْ سَاعَةً مِنَ اللَّيْلِ يَسْأَلُ اللَّهَ شَيْئًا مِنْ خَيْرِ الدُّنْيَا وَالآخِرَةِ إِلاَّ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ هَذَا أَيْضًا عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ عَنْ أَبِي ظَبْيَةَ عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .


বর্ণনাকারী: