আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৫১১
আন্তর্জাতিক নং: ৩৫১১
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৫১১. ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ) ...... আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যদি তোমাদের কারো কোনরূপ বিপদ আসে তবে বলবেঃ
إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي مِنْهَا خَيْرًا
আমরা তো আল্লাহরই আর তারই কাছে আমাদের প্রত্যাবর্তন। হে আল্লাহ! তোমার কাছেই আমি আমার এই মুসীবতের সাওয়াব আশা করি। তুমি আমাকে এর সাওয়াব দাও এবং একে কল্যাণ ও মঙ্গলে পরিবর্তিত করে দাও।
পরে আবু সালামা (রাযিঃ) এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি বলেনঃ
اللَّهُمَّ اخْلُفْ فِي أَهْلِي خَيْرًا مِنِّي
হে আল্লাহ! আমার পরিবারের ক্ষেত্রে আমার চেয়ে ভাল কাউকে আমার স্থলবর্তী কর।
তার মৃত্যুর পর (তদীয় পত্নী) উম্মে সালামা (রাযিঃ) এই দুআটি পড়লেনঃ إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। হাদীসটি অন্য সূত্রেও উম্মে সালামা (রাযিঃ) এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। আবু সালামা (রাযিঃ)-এর নাম হল আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ।
إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي مِنْهَا خَيْرًا
আমরা তো আল্লাহরই আর তারই কাছে আমাদের প্রত্যাবর্তন। হে আল্লাহ! তোমার কাছেই আমি আমার এই মুসীবতের সাওয়াব আশা করি। তুমি আমাকে এর সাওয়াব দাও এবং একে কল্যাণ ও মঙ্গলে পরিবর্তিত করে দাও।
পরে আবু সালামা (রাযিঃ) এর মৃত্যুর সময় ঘনিয়ে এলে তিনি বলেনঃ
اللَّهُمَّ اخْلُفْ فِي أَهْلِي خَيْرًا مِنِّي
হে আল্লাহ! আমার পরিবারের ক্ষেত্রে আমার চেয়ে ভাল কাউকে আমার স্থলবর্তী কর।
তার মৃত্যুর পর (তদীয় পত্নী) উম্মে সালামা (রাযিঃ) এই দুআটি পড়লেনঃ إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
হাদীসটি এই সূত্রে হাসান-গারীব। হাদীসটি অন্য সূত্রেও উম্মে সালামা (রাযিঃ) এর বরাতে নবী (ﷺ) থেকে বর্ণিত আছে। আবু সালামা (রাযিঃ)-এর নাম হল আব্দুল্লাহ ইবনে আব্দুল আসাদ।
باب
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ عَمْرِو بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّهِ أُمِّ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِذَا أَصَابَ أَحَدَكُمْ مُصِيبَةٌ فَلْيَقُلْ : ( إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ) اللَّهُمَّ عِنْدَكَ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا وَأَبْدِلْنِي مِنْهَا خَيْرًا " . فَلَمَّا احْتُضِرَ أَبُو سَلَمَةَ قَالَ اللَّهُمَّ اخْلُفْ فِي أَهْلِي خَيْرًا مِنِّي فَلَمَّا قُبِضَ قَالَتْ أُمُّ سَلَمَةَ : ( إنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ) عِنْدَ اللَّهِ احْتَسَبْتُ مُصِيبَتِي فَأْجُرْنِي فِيهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَرُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أُمِّ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبُو سَلَمَةَ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الأَسَدِ .


বর্ণনাকারী: