আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৫০৩
আন্তর্জাতিক নং: ৩৫০৩
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৫০৩. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... মুসলিম ইবনে আবু বাকরা (রাহঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেনঃ আমার পিতা আমাকে বলতে শুনলেনঃ (اللَّهُمَّ، إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْكَسَلِ وَعَذَابِ الْقَبْرِ) - হে আল্লাহ! আমি পানাহ চাই তোমার কাছে দুশ্চিন্তা, অলসতা ও কবরের আযাব থেকে।

তিনি বললেনঃ হে প্রিয় বৎস! এই দুআ কার কাছ থেকে শুনেছ? আমি বললামঃ আপনাকে এগুলো বলতে শুনেছি। তিনি বললেনঃ সব সময়ের জন্য এগুলো ধারণ করে নাও। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এগুলো বলতে শুনেছি।

(আবু ঈসা বলেন) হাদীসটি হাসান গারীব।

أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا عُثْمَانُ الشَّحَّامُ، حَدَّثَنِي مُسْلِمُ بْنُ أَبِي بَكْرَةَ، قَالَ سَمِعَنِي أَبِي، وَأَنَا أَقُولُ اللَّهُمَّ، إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْكَسَلِ وَعَذَابِ الْقَبْرِ . قَالَ يَا بُنَىَّ مِمَّنْ سَمِعْتَ هَذَا قَالَ قُلْتُ سَمِعْتُكَ تَقُولُهُنَّ . قَالَ الْزَمْهُنَّ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُنَّ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ [غَرِيبٌ] .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: