আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৪৮৮
আন্তর্জাতিক নং: ৩৪৮৮
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাত দিয়ে তাসবীহ গণনা করা
৩৪৮৮. হারুন ইবনে আব্দুল্লাহ বাযযার (রাহঃ) ..... হাসান (রাহঃ) থেকে বর্ণিত, তিনি আল্লাহ তাআলার বাণীঃ (ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً) প্রসঙ্গে বলেছেনঃ দুনিয়ার কল্যাণ হল জ্ঞান ও ইবাদত এবং আখিরাতের কল্যাণ জান্নাত।
মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) আনাস (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে।
মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) আনাস (রাযিঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي عَقْدِ التَّسْبِيحِ بِالْيَدِ
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ الْبَزَّازُ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، فِي قَوْلِهِ : ( ربَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً ) قَالَ فِي الدُّنْيَا الْعِلْمَ وَالْعِبَادَةَ وَفِي الآخِرَةِ الْجَنَّةَ . [حَدثنا مُحَمَّدُ بْنُ المُثَنَّى, حَدثنا خَالِدُ بْنُ الحَارِثِ, عَنْ حُمَيْدٍ, عَنْ ثَابِتٍ, عَنْ أَنَسٍ, نَحْوَهُ]
বর্ণনাকারী: