আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৩১৩
আন্তর্জাতিক নং: ৩৫৬৫
২০৭৩. নবী কারীম (ﷺ) সম্পর্কে বর্ণনা
৩৩১৩। আব্দুল আলা ইবনে হাম্মাদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইস্তিসকা (বৃষ্টির জন্য নামায ও দুআ) ব্যতীত অন্য কোন দুআয় তাঁর বাহুদ্বয় এতটা উর্দ্ধে উঠাতেন না ইস্তিসকা ব্যতীত কেননা এতে হাত এত উর্দ্ধে উঠাতেন যে তাঁর বগলের শুভ্রতা দেখা যেত।
আবু মুসা (রাহঃ) হাদীস বর্ণনায় বলেন, আনাস (রাযিঃ) বলেছেন, নবী কারীম (ﷺ) দুআর মধ্যে দু’ হাত উপরে উঠিয়েছেন; এবং আমি তাঁর বগলের শুভ্রতা দেখেছি।
আবু মুসা (রাহঃ) হাদীস বর্ণনায় বলেন, আনাস (রাযিঃ) বলেছেন, নবী কারীম (ﷺ) দুআর মধ্যে দু’ হাত উপরে উঠিয়েছেন; এবং আমি তাঁর বগলের শুভ্রতা দেখেছি।
باب صِفَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم
3565 - حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، حَدَّثَهُمْ «أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَرْفَعُ يَدَيْهِ فِي شَيْءٍ مِنْ دُعَائِهِ إِلَّا فِي الِاسْتِسْقَاءِ، فَإِنَّهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُرَى بَيَاضُ إِبْطَيْهِ» وَقَالَ أَبُو مُوسَى «دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعَ يَدَيْهِ وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ»
