আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৪৭৬
আন্তর্জাতিক নং: ৩৪৭৬
শিরোনামবিহীন পরিচ্ছেদ
৩৪৭৬. কুতায়বা (রাহঃ) ...... ফাযালা ইবনে উবাইদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একদিন বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে সেখানে নামায আদায় করল এরপর এ দুআ করলঃ (اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي) - হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে রহম কর। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে নামায আদায়কারী তুমি বেশ তাড়াহুড়া করে ফেললে। তুমি নামায আদায় করে যখন বসবে তখন আগে আল্লাহর যথোপযুক্ত তারীফ করবে এরপর আল্লাহর কাছে দুআ করবে।
ফাযালা (রাযিঃ) বলেনঃ এরপর আরেক ব্যক্তি এসে নামায আদায় করে। আল্লাহর হামদ করল এবং নবী (ﷺ) এর উপর নামায ও দরুদ পাঠ করল। নবী (ﷺ) তাকে লক্ষ্য করে বললেনঃ হে নামায আদায়কারী! এখন দুআ কর। তোমার দুআ কবুল হবে।
আবু দাউদ
হাদীসটি হাসান। হাইওয়া ইবনে শুরায়হ (রাহঃ) এটি আবু হনী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আবু হানী (রাহঃ) এর নাম হল হুমায়দ ইবনে হানী। আবু আলী জানবী (রাহঃ) এর নাম হল আমর ইবনে মালিক।
ফাযালা (রাযিঃ) বলেনঃ এরপর আরেক ব্যক্তি এসে নামায আদায় করে। আল্লাহর হামদ করল এবং নবী (ﷺ) এর উপর নামায ও দরুদ পাঠ করল। নবী (ﷺ) তাকে লক্ষ্য করে বললেনঃ হে নামায আদায়কারী! এখন দুআ কর। তোমার দুআ কবুল হবে।
আবু দাউদ
হাদীসটি হাসান। হাইওয়া ইবনে শুরায়হ (রাহঃ) এটি আবু হনী (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। আবু হানী (রাহঃ) এর নাম হল হুমায়দ ইবনে হানী। আবু আলী জানবী (রাহঃ) এর নাম হল আমর ইবনে মালিক।
باب
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِي هَانِئٍ الْخَوْلاَنِيِّ، عَنْ أَبِي عَلِيٍّ الْجَنْبِيِّ، عَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ، قَالَ بَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدًا إِذْ دَخَلَ رَجُلٌ فَصَلَّى فَقَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي . فَقَالَ رَسُولُ اللَّهَ صلى الله عليه وسلم " عَجِلْتَ أَيُّهَا الْمُصَلِّي إِذَا صَلَّيْتَ فَقَعَدْتَ فَاحْمَدِ اللَّهَ بِمَا هُوَ أَهْلُهُ وَصَلِّ عَلَىَّ ثُمَّ ادْعُهُ " . قَالَ ثُمَّ صَلَّى رَجُلٌ آخَرُ بَعْدَ ذَلِكَ فَحَمِدَ اللَّهَ وَصَلَّى عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَيُّهَا الْمُصَلِّي ادْعُ تُجَبْ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ رَوَاهُ حَيْوَةُ بْنُ شُرَيْحٍ عَنْ أَبِي هَانِئٍ الْخَوْلاَنِيِّ وَأَبُو هَانِئٍ اسْمُهُ حُمَيْدُ بْنُ هَانِئٍ وَأَبُو عَلِيٍّ الْجَنْبِيُّ اسْمُهُ عَمْرُو بْنُ مَالِكٍ .
হাদীসের ব্যাখ্যা:
হাদীস থেকে প্রমাণিত হয় যে, তাশাহ্হুদের পরে প্রথমে দরূদ এবং তারপর দুআ করতে হয়। এ পদ্ধতিতে দুআ করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশী থাকে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫১২)


বর্ণনাকারী: