আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৪৫৭
আন্তর্জাতিক নং: ৩৪৫৭
খাওয়া শেষ হওয়ার পর কী পড়বে
৩৪৫৭. আবু সাঈদ আশাজ্জ (রাহঃ) ...... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে নবী (ﷺ) যখন কিছু আহার করতেন বা পান করতেন তখন বলতেনঃ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ
সব তারীফ আল্লাহরই যিনি আমাদের আহার করিয়েছেন। আমাদের পান করিয়েছেন এবং আমাদের মুসলিম করেছেন।
ইবনে মাজাহ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ
সব তারীফ আল্লাহরই যিনি আমাদের আহার করিয়েছেন। আমাদের পান করিয়েছেন এবং আমাদের মুসলিম করেছেন।
ইবনে মাজাহ
باب مَا يَقُولُ إِذَا فَرَغَ مِنَ الطَّعَامِ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ حَجَّاجِ بْنِ أَرْطَاةَ، عَنْ رِيَاحِ بْنِ عَبِيدَةَ، قَالَ حَفْصٌ عَنِ ابْنِ أَخِي أَبِي سَعِيدٍ، وَقَالَ أَبُو خَالِدٍ، عَنْ مَوْلًى، لأَبِي سَعِيدٍ عَنْ أَبِي سَعِيدٍ، رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَكَلَ أَوْ شَرِبَ قَالَ " الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ " .


বর্ণনাকারী: