আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৪৩৬
আন্তর্জাতিক নং: ৩৪৩৬
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
পেরেশানীর সময় কী দুআ পড়বে
৩৪৩৬. আবু সালামা ইয়াহয়া ইবনে মুগীরা মাখযুমী মাদীনী প্রমুখ (রাহঃ) ....... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-কে যখন কোন ব্যাপারে চিন্তিত করে তুলত তখন তিনি আসমানের দিকে তার মাথা তুলে বলতেনঃ সুবহানাল্লাহিল আযীম। আর যখন দুআয় খুবই কাকুতি করতে থাকতেন তখন বলতেনঃ ইয়া হায়্যু ইয়া কায়্যুম।
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
(আবু ঈসা বলেন) হাদীসটি গারীব।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ مَا يَقُولُ عِنْدَ الْكَرْبِ
حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، يَحْيَى بْنُ الْمُغِيرَةِ الْمَخْزُومِيُّ الْمَدَنِيُّ وَغَيْرُ وَاحِدٍ قَالُوا حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْفَضْلِ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا أَهَمَّهُ الأَمْرُ رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ فَقَالَ " سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ " . وَإِذَا اجْتَهَدَ فِي الدُّعَاءِ قَالَ " يَا حَىُّ يَا قَيُّومُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ .