আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৪১৫
আন্তর্জাতিক নং: ৩৪১৫
রাতে ঘুম থেকে জেগে কি দুআ পড়বে
৩৪১৫. আলী ইবনে হুজর বলেন,মাসলামা ইবনে আমর বর্ণনা করেছেন যে, উমায়র ইবনে হানি (রাহঃ) প্রতি দিন এক হাজার রাকআত নামায আদায় করতেন এবং এক লক্ষবার তাসবিহ পাঠ করবেন।
باب مَا جَاءَ فِي الدُّعَاءِ إِذَا انْتَبَهَ مِنَ اللَّيْلِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا مَسْلَمَةُ بْنُ عَمْرٍو قَالَ كَانَ عُمَيْرُ بْنُ هَانِئٍ يُصَلِّي كُلَّ يَوْمٍ أَلْفَ سَجْدَةٍ وَيُسَبِّحُ مِائَةَ أَلْفِ تَسْبِيحَةٍ .


বর্ণনাকারী: