আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৩৮৭
আন্তর্জাতিক নং: ৩৩৮৭
দুআর ব্যাপারে যে ব্যক্তি ত্বরিৎ ফল চায়
৩৩৮৭. আল আনসারী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কারো দুআ কবুল করা হয়, যতক্ষণ সে ত্বরিৎ ফল না চায়। যেমন সে বললঃ আমি তো দুআ করলাম কিন্তু তা কবুল করা হয়নি।

আবু দাউদ, বুখারি ও মুসলিম।

হাদীসটি হাসান-সহীহ। আবু উবাইদা (রাহঃ) এর নাম হল সা’দ। তিনি হলেন আব্দুর রহমান ইবনে আযহার (রাহঃ) এর মাওলা এবং তাকে আব্দুর রহমান ইবনে আওফ (রাযিঃ) এর মাওলাও বলা হয়।

এ বিষয়ে আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِيمَنْ يَسْتَعْجِلُ فِي دُعَائِهِ
حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " يُسْتَجَابُ لأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ يَقُولُ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو عُبَيْدٍ اسْمُهُ سَعْدٌ وَهُوَ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَزْهَرَ وَيُقَالُ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَزْهَرَ هُوَ ابْنُ عَمِّ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ رضى الله عنه .
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন