আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
হাদীস নং: ৩৩৮৪
আন্তর্জাতিক নং: ৩৩৮৪
মুসলিমের দুআ কবুল হয়
৩৩৮৪. আবু কুতায়বা এবং মুহাম্মাদ ইবনে উবাইদ আল মাহারিবী (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) প্রতিটি মুহূর্তে আল্লাহর যিক্র করতেন।
ইবনে মাজাহ, মুসলিম,
হাদীসটি হাসান- গারীব। ইয়াহয়া ইবনে যাকারিয়্যা ইবনে আবু যাইদা (রাহঃ) এর রিওয়ায়াত ভিন্ন এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। বাহীঈ (রাহঃ) এর নাম হল আব্দুল্লাহ।
ইবনে মাজাহ, মুসলিম,
হাদীসটি হাসান- গারীব। ইয়াহয়া ইবনে যাকারিয়্যা ইবনে আবু যাইদা (রাহঃ) এর রিওয়ায়াত ভিন্ন এটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। বাহীঈ (রাহঃ) এর নাম হল আব্দুল্লাহ।
باب مَا جَاءَ أَنَّ دَعْوَةَ الْمُسْلِمِ مُسْتَجَابَةٌ
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ خَالِدِ بْنِ سَلَمَةَ، عَنِ الْبَهِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ وَالْبَهِيُّ اسْمُهُ عَبْدُ اللَّهِ .
