আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৫৫৪
২০৭৩. নবী কারীম (ﷺ) সম্পর্কে বর্ণনা
৩৩০২। আবদান (রাহঃ) .... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী কারীম (ﷺ) সর্বাপেক্ষা অধিক দানশীল ছিলেন। তাঁর বদান্যতা অধিক বেড়ে যেতো রমাযাদ মোবারকের পবিত্র দিনে যখন জিবরাঈল (আলাইহিস সালাম) তাঁর সাক্ষাতে আসতেন। জিবরাঈল (আলাইহিস সালাম) প্রতিরাতে তাঁর সঙ্গে সাক্ষাত করে কুরআনুল কারীমের দাওর করতেন। নবী কারীম (ﷺ) কল্যাণ বিতরণে প্রবাহিত বায়ু অপেক্ষাও অধিক দানশীল ছিলেন।

হাদীসের ব্যাখ্যা:

রমজান মাস দানশীলতার মাস : দান-সদকা সর্বাবস্থাতেই উৎকৃষ্ট আমল, কিন্তু রমযানে তার গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদীস শরীফে এসেছে- ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন। রমযান মাসে তাঁর দানের হস্ত আরো প্রসারিত হত।’ -সহীহ বুখারী,
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন