আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৩৩৫৬
আন্তর্জাতিক নং: ৩৩৫৬
সূরা আলহাকুমুত-তাকাছুর
৩৩৫৬. ইবনে আবু উমর (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে যুবাইর ইবনে আওওয়াম তার পিতা যুবাইর ইবনে আওয়াম (রাযিঃ) সূত্রে বর্ণিত যেঃ (ثم لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ) সেদিন তোমাদেরকে নিআমত সম্পর্কে অবশ্যই প্রশ্ন করা হবে। (সূরা তাকাছুর ১০২ঃ৮) আয়াতটি নাযিল হলে যুবাইর (রাযিঃ) বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! কি নিআমত সম্পর্কে আমাদের প্রশ্ন করা হবে? নিআমত তো মাত্র দুটো কাল বস্তু - খেজুর আর পানি। তিনি বললেনঃ শোন, অচিরেই তোমাদের তা হবে।
بَاب وَمِنْ سُورَةِ أَلْهَاكُمُ التَّكَاثُرُ
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَلْقَمَةَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَاطِبٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا نَزَلَتَّْ : (ثم لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ، ) قَالَ الزُّبَيْرُ يَا رَسُولَ اللَّهِ فَأَىُّ النَّعِيمِ نُسْأَلُ عَنْهُ وَإِنَّمَا هُمَا الأَسْوَدَانِ التَّمْرُ وَالْمَاءُ . قَالَ " أَمَا إِنَّهُ سَيَكُونُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ .
