আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৬. কুরআনের তাফসীর অধ্যায়

হাদীস নং: ৩২৭৭
আন্তর্জাতিক নং: ৩২৭৭
সূরা আন-নাজম
৩২৭৭. আহমদ ইবনে মানী’ (রাহঃ) ..... শায়বানী (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (فكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى) - তাদের মাঝে দুই ধনুকের ব্যবধান রইল বা আরো কম (সূরা নাজম ৫৩ঃ ৮) আয়াতটি প্রসঙ্গে যিরর ইবনে হুবায়শ (রাহঃ)-কে জিজ্ঞসা করেছিলাম। তিনি বললেনঃ ইবনে মাসউদ (রাযিঃ) আমাকে অবহিত করেছেন যে, নবী (ﷺ) জিবরাঈল (আলাইহিস সালাম)-কে দেখেছিলেন। তাঁর পাখা হল ছয়শ’।
بَابٌ: وَمِنْ سُورَةِ وَالنَّجْمِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، حَدَّثَنَا الشَّيْبَانِيُّ، قَالَ سَأَلْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ عَنْ قَوْلِهِ : (فكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى ) فَقَالَ أَخْبَرَنِي ابْنُ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَأَى جِبْرِيلَ وَلَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
জামে' তিরমিযী - হাদীস নং ৩২৭৭ | মুসলিম বাংলা